দিল্লি-মুম্বাই বিবিসি কার্যালয়ে তল্লাশি

By নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
14 February 2023, 08:17 AM
UPDATED 14 February 2023, 17:01 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে দেশটির কর কর্মকর্তারা।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে 'বিতর্ক' সৃষ্টি করে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে এবং ওই ভবনে কেউ যাতে প্রবেশ করতে বা সেখান থেকে কেউ যাতে বের হতে না পারেন, সেজন্য বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

যদিও এখনো ওই তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হয়নি, তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা জানান, কর কর্মকর্তারা বিবিসির ব্যবসায়িক কার্যকমের কাগজপত্র খুঁজেছেন।

ওই কর কর্মকর্তা জানান, করফাঁকির অভিযোগে বিবিসি কার্যালয়ে এই অভিযান চালানো হয়।

বিবিসির এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, কর কর্মকর্তারা তাদের সব ফোন বাজেয়াপ্ত করেছেন।

গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ১ হাজার জন প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম।

ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইতোমধ্যে তথ্যচিত্রটির লিংক শেয়ার করা ভিডিও এবং টুইট ব্লক করেছে।