ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

By স্টার অনলাইন ডেস্ক
18 October 2022, 11:27 AM
UPDATED 18 October 2022, 17:32 PM

ভারতের উত্তরাখণ্ডে গারুদ চাট্টি ও জঙ্গল চট্টির কাছে একটি হেলিকপ্টারে আগুন লেগে পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন। রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং এ জানিয়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কেদারনাথ মন্দির থেকে রুদ্রপ্রয়াগের গুপ্তকাশীতে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার ১৮ অক্টোবর পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ৬ তীর্থযাত্রী ও পাইলট নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেল ৪০৭ (ভিটি-আরপিএন) এবং আরিয়ান এভিয়েশন দ্বারা পরিচালিত এই হেলিকপ্টারটি গারুদ চাট্টির দেব দর্শিনীতে সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন ধরে যায় বলে জানিয়েছেন রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, উত্তরাখণ্ড ও দিল্লির দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং পুলিশের দল মরদেহ উদ্ধার করে কেদারনাথ হেলিপ্যাডে নিয়ে আসে।