বিটু’র পঞ্চম আউটলেট ময়মনসিংহে

By স্টার অনলাইন রিপোর্ট
14 March 2024, 11:37 AM

আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক ব্র্যান্ড 'বিটু'র পঞ্চম আউটলেট উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন ময়মনসিংহে বিটু'র সুবিশাল আউটলেটটি উদ্বোধন করেন।

তিনি বলেন, 'আমি আশা করছি বিটুর অন্যান্য আউটলেটগুলোর মতো এই আউটলেটটিও ময়মনসিংহবাসীর ফ্যাশন চাহিদা মেটাবে এবং জনপ্রিয় হয়ে উঠবে।'

উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন বিটু'র স্বত্বাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিটুর স্বত্বাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী বলেন, 'ক্রেতাদের চাহিদা ও ভালোবাসার কারণেই আমাদের এই আউটলেটের যাত্রা। আগামীতে ক্রেতাদের ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যাব।'

বিটুতে রয়েছে পুরুষ, নারী ও শিশুদের আন্তর্জাতিক মান সম্পন্ন পোশাক। এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড পণ্যও।