সব আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ট্রাম্প প্রশাসন সব আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন নিয়ে সিদ্ধান্ত স্থগিত করেছে। এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএসের পরিচালক জোসেফ এডলো।
শুক্রবার এক্সে দেওয়া একটি পোস্টে এডলো বলেন, এই স্থগিতাদেশ চলবে 'যতক্ষণ না আমরা নিশ্চিত করতে পারি যে প্রত্যেক বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই ও পরীক্ষা করা হয়েছে।'
এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে 'তৃতীয় বিশ্বের দেশ' থেকে অভিবাসন 'স্থায়ীভাবে স্থগিত' করবেন।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, বুধবার গুলিতে আহত ন্যাশনাল গার্ডের দুই সদস্যের একজন মারা গেছেন। এই ঘটনায় এক আফগান নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইউএসসিআইএসের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ না করেন, তা যে দেশ থেকেই আসুক।
সিবিএস নিউজ বলছে তারা নির্দেশনায় দেখেছে, 'কর্মকর্তারা আবেদন প্রক্রিয়ার কাজ চালিয়ে যেতে পারবেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নিতে পারবেন না।'
নির্দেশনায় বলা হয়েছে, 'যখন সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছাবেন, তখন থামুন এবং স্থগিত রাখুন।' শুক্রবারের নির্দেশনা এবং ট্রাম্পের আগের বক্তব্য সম্পর্কে এখনো খুব কম তথ্য জানা গেছে।
কোন দেশগুলো ট্রাম্পের ঘোষিত পদক্ষেপের আওতায় মধ্যে পড়বে, তিনি তা স্পষ্ট করেননি। তার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে এবং জাতিসংঘের সংস্থাগুলো এরইমধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছে।
উভয় ঘোষণা ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসীদের প্রতি কঠোর মনোভাব আরও স্পষ্ট করছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অন্যান্য পদক্ষেপের মধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের বহিষ্কার, প্রতি বছর শরণার্থী নেওয়ার সংখ্যা কমানো এবং যুক্তরাষ্ট্রে জন্মানো প্রায় সবার জন্য যে স্বয়ংক্রিয় নাগরিকত্ব অধিকার আছে, তা বন্ধ করার চেষ্টা করেছেন।
