পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদরদপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৩ 

By স্টার অনলাইন ডেস্ক
24 November 2025, 05:04 AM
UPDATED 24 November 2025, 11:26 AM

পাকিস্তানের একটি আধা সামরিক বাহিনীর সদরদপ্তরে আজ সোমবার তিন আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে। এতে তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আর হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, পেশোয়ার শহরে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির সদরদপ্তরে হামলাকারীরা জোর করে ঢোকার সময় গুলি ছোড়ে। পরে তারা ওই চত্বরের ভেতরেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়।

ফোর্সটির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবাল জানান, ঘটনায় তিনজন আধাসামরিক সদস্য নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, 'প্রথম আত্মঘাতী হামলাকারী কনস্ট্যাবুলারির প্রধান ফটকে হামলা চালায়, এরপর অন্যরা চত্বরে প্রবেশ করে।'

তিনি আরও বলেন, 'আমরা ধারণা করছি, সদরদপ্তরের ভেতরে এখনো হামলাকারী থাকতে পারে। সে কারণে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে।'

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ঘনবসতিপূর্ণ একটি এলাকায় অবস্থিত এই সদরদপ্তর। এলাকাবাসী সাফদার খান রয়টার্সকে বলেন, 'সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং পুরো এলাকা ঘিরে ফেলেছেন।'

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, আহত পাঁচজনের মধ্যে দুজন আধাসামরিক সদস্য আছেন।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।