ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

By স্টার অনলাইন ডেস্ক
15 November 2025, 09:31 AM
UPDATED 15 November 2025, 15:42 PM

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে ৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও ১৭ জনের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

টানা কয়েকদিন ধরে ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রদেশটির চিলাচাপ শহরের সিবেউনিয়িং গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে গ্রামের ১২টি ঘর মাটির নিচে চাপা পড়ে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বুদি ইরাওয়ান আজ শনিবার বলেন, 'এর আগে উদ্ধারকারীরা তিনজনের লাশ উদ্ধার করেছিলেন। আমরা আরও তিনজনের লাশ পেয়েছি। এখনো ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।'

নিখোঁজরা ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে চাপা পড়ে আছেন বলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে বলে তিনি জানান।  

এর আগে জানুয়ারিতে মধ্য জাভার আরেক শহর পেকালংগানে ভারি বৃষ্টিপাতে আরেকটি ভূমিধস হয়েছিল। ওই দুর্যোগে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছিলেন।