মাসে একদিন ঋতুকালীন ছুটি পাবেন কর্ণাটকের কর্মজীবী নারীরা
ভারতের কর্ণাটক রাজ্যে কর্মরত নারীদের জন্য মাসে এক দিন সবেতন 'মাসিক ছুটি' বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। স্থায়ী, চুক্তিভিত্তিকসহ সব ধরনের নারী কর্মীরা এই সুবিধা পাবেন।
গত বুধবার জারি করা সরকারি আদেশে বলা হয়েছে, ১৮ থেকে ৫২ বছর বয়সী সব নারী কর্মী—তারা স্থায়ী, চুক্তিভিত্তিক বা আউটসোর্সিংয়ের মাধ্যমে যে ধরনের কাজই করুন না কেন, মাসিক চক্রের সময় এক দিন করে বছরে মোট ১২ দিন অতিরিক্ত সবেতন ছুটি পাবেন। এ ছুটি নেওয়ার জন্য কর্মীদের কোনো ধরনের চিকিৎসা সনদ জমা দিতে হবে না। তবে কোনো মাসের ছুটি পরবর্তী মাসে ব্যবহার করা যাবে না।
এর আগে গত অক্টোবরে রাজ্য মন্ত্রিসভা এই ছুটির ব্যাপারে অনুমোদন দেয়।
সরকারি আদেশে বলা হয়েছে, নারী কর্মীদের স্বাস্থ্য, কর্মদক্ষতা ও মানসিক সুস্থতার কথা ভেবেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশনা আইনের আওতায় নিবন্ধিত সব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও প্রযোজ্য হবে।