ব্রাজিলে টর্নেডোর আঘাতে নিহত ৫, আহত ৪০০

By স্টার অনলাইন ডেস্ক
8 November 2025, 19:30 PM
UPDATED 9 November 2025, 01:47 AM

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ জন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার টর্নেডোতে পারানা অঙ্গরাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়ি উল্টে গেছে।

পারানা সরকার জানিয়েছে, এ ঘটনায় পাঁচজন নিহত এবং ৪৩২ জন আহত হয়েছেন। এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন, এ সংখ্যা আরও বাড়তে পারে।

পারানার পরিবেশগত প্রযুক্তি ও পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, প্রায় ১৪ হাজার জনসংখ্যার রিও বোনিতো দো ইগুয়াকু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার (১১০ থেকে ১৫৫ মাইল) পর্যন্ত পৌঁছেছিল।

সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির প্রায় ৮০ শতাংশ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, ঘূর্ণিঝড়ে ঘরবাড়িগুলো সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে।

পারানার গভর্নর রাতিনহো জুনিয়র তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।