সিরিয়ার আল-শারাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের
সিরিয়ার অন্তর্বর্তী সরকারপ্রধান আহমাদ আল-শারার সঙ্গে আলোচনা করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিরিয়ার এক সময়ের এই বিদ্রোহী নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ নভেম্বর হোয়াইট হাউসে এই দুই নেতার বৈঠক হতে পারে।
সিরিয়ায় মার্কিন দূতের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের সঙ্গে আল-শারার বৈঠক হলে তা হবে কোনো মার্কিন নেতার সঙ্গে সিরীয় শীর্ষ নেতার প্রথম বৈঠক।
গতকাল শনিবার অ্যাক্সিওস সংবাদমাধ্যমে সিরিয়ায় মার্কিন দূত টম বারাক বলেন যে, আশা করা হচ্ছে ওয়াশিংটনে আল-শারার সফরের সময় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের সঙ্গে তার চুক্তি হতে পারে।
ঘনিষ্ঠ সিরীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই দুই শীর্ষ নেতার বৈঠক হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, কখনো কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন ভ্রমণ করেননি।
গত ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে মার্কিনবিরোধী সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আল-শারার সংগঠন দামাস্কাসের নিয়ন্ত্রণে নেয়। এরপর পশ্চিমের দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্ক ভালো হয়।
গত মে মাসে আল-শারা সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। গত ২৫ বছরের মধ্যে এটিই ছিল কোনো মার্কিন নেতার সঙ্গে সিরীয় নেতার সাক্ষাৎ।
এ ছাড়াও, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন আল-শারা।
সম্প্রতি, মার্কিন দূত টম বারাক বাহরাইনের রাজধানী মানামায় সাংবাদিকদের বলেন যে, তারা সবাইকে নিয়ে জোট করার চেষ্টা করছেন।
একসময় বাশারবিরোধী সশস্ত্র সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন আল-শারা। যুক্তরাষ্ট্র তার মাথার দাম ধরেছিল ১০ মিলিয়ন ডলার।