গাজায় ইসরায়েলের হামলায় নিহত ২০, জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস

By স্টার অনলাইন ডেস্ক
29 October 2025, 02:36 AM
UPDATED 29 October 2025, 08:51 AM

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণার পর গাজার বিভিন্ন স্থানে বিমান ও স্থল হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবারের এই হামলাগুলো ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ হামলা।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা আপাতত স্থগিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে তা অনুসন্ধান, খনন ও মরদেহ উদ্ধারের কার্যক্রমে বাধা সৃষ্টি হবে। এতে গাজায় থাকা অবশিষ্ট ১৩ জিম্মির দেহ উদ্ধার বিলম্বিত হবে।

এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, হামলা ও উভয় পক্ষের অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে।

তিনি বলেন, 'এর মানে এই নয় যে, এখানে-ওখানে ছোটখাটো সংঘর্ষ হবে না। আমরা জানি, হামাস বা গাজার কোনো গোষ্ঠী একজন ইসরায়েলি সেনার ওপর হামলা চালিয়েছে। ইসরায়েল তার প্রতিক্রিয়া জানাবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রেসিডেন্টের শান্তিচুক্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি।'

হামাস অবশ্য রাফাহ অঞ্চলের ওই হামলায় তাদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।