আফগান সীমান্তের ১৯ পোস্ট দখলের দাবি পাকিস্তানের

By স্টার অনলাইন ডেস্ক
12 October 2025, 06:33 AM

পাকিস্তান দাবি করেছে, তারা আফগান সীমান্তে তালেবানদের ১৯টি পোস্ট দখল করেছে। আজ রোববার পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, 'এ পর্যন্ত আফগান সীমান্তে তালেবানদের ১৯টি পোস্ট দখল করেছে পাকিস্তান, যেখান থেকে পাকিস্তানের ওপর হামলা চালানো হচ্ছিল।'

সূত্রগুলো আরও জানায়, 'এসব সীমান্ত পোস্টগুলোতে অবস্থান করা আফগান তালেবান সদস্যরা নিহত হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে। কিছু পোস্টে আগুনও ধরে যায়।'

এদিকে নিরাপত্তা সূত্রের বরাতে রেডিও পাকিস্তান জানায়, 'পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মানোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প ও খারচার ফোর্ট সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।'

এতে আরও বলা হয়, 'আফগান তালেবানদের দিক থেকে গুলিবর্ষণের উদ্দেশ্য ছিল খারেজি গোষ্ঠীগুলোকে পাকিস্তান সীমান্তে প্রবেশ করানো। তবে পাকিস্তানি সেনারা সতর্ক ও প্রস্তুত থাকায় দ্রুত ও জোরালোভাবে জবাব দেওয়া হয়।'

তাদের ভাষ্য, অভিযানে 'ডজনখানেক আফগান সেনা ও খারেজি' নিহত হয়েছে এবং 'তালেবান বেশ কিছু পোস্ট ছেড়ে এলাকা থেকে পালিয়ে গেছে'।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে এক্সে বলেন, 'বেসামরিক জনগণের ওপর গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সেনারা দ্রুত ও কঠোর জবাব দিয়েছে, এমন উসকানি আর সহ্য করা হবে না।'

তিনি আরও বলেন, 'পাকিস্তানি বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং আফগানিস্তানকে ইটের জবাবে পাটকেল দেওয়া হচ্ছে। পাকিস্তানের জনগণ আমাদের সেনাদের পাশে প্রাচীরের মতো দাঁড়িয়েছে। তালেবানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেওয়া হবে।'