আমরণ অনশনে ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা

By স্টার অনলাইন ডেস্ক
3 October 2025, 15:49 PM
UPDATED 3 October 2025, 21:57 PM

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি 'টু ব্রেক দ্য সিজ অব গাজা'। 

বিবৃতিতে বলা হয়, 'ফ্লোটিলা জাহাজের বেশ কয়েকজনকর্মী আটক হওয়ার পর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা দিয়েছেন।'

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবগুলোই আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। তারা জাহাজে থাকা ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনের বেশি অধিকারকর্মী আটক করেছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও ইসরায়েলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লোটিলাটি।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমা হামলায় ৬৬ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের সংস্থা এবং অধিকার গোষ্ঠীগুলো বারবার সতর্ক করেছে যে, গাজা বসবাসের অযোগ্য হয়ে উঠছে, দুর্ভিক্ষ এবং রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।