ফিলিপাইন-ইন্দোনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি

By স্টার অনলাইন ডেস্ক
30 July 2025, 05:01 AM
UPDATED 30 July 2025, 11:50 AM

ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সংক্রান্ত সতর্কতা জারি করেছে।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি বলছে, এসব অঞ্চলে অপেক্ষাকৃত ছোট ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্রতট থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পনবিষয়ক সংস্থা সুনামি পরামর্শ বিজ্ঞপ্তি জারি করে। এটি রাশিয়ার কামচাটকা উপকূলে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

সংস্থাটি জানায়, আজ দুপুরে (ম্যানিলা সময়) এক মিটারেরও কম উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। তাই ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা দেশটির পূর্বাঞ্চলের কিছু অংশে সুনামি পূর্ব সতর্কতা জারি করেছে। স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তবে আজ সকাল পর্যন্ত কোনো অঞ্চলে এখনো আনুষ্ঠানিকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।