হেভি মেটাল কিংবদন্তি ওজি অসবর্ন মারা গেছেন

By স্টার অনলাইন ডেস্ক
22 July 2025, 19:33 PM
UPDATED 23 July 2025, 14:57 PM

বিখ্যাত মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথের সাবেক ভোকালিস্ট ওজি অসবর্ন মারা গেছেন।

পরিবারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ৭৬ বছর বয়সী এই ব্রিটিশ রক গায়কের মৃত্যু হয়।

মাত্র তিন সপ্তাহ আগে বার্মিংহামের ভিলা পার্কে জীবনের শেষ কনসার্ট করেন ওজি।

১৯৬৮ সালে গিটারিস্ট টনি ইয়োম্মি, গিজার বাটলার ও ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে ওজি গঠন করেন ব্ল্যাক সাবাথ ব্যান্ড।

এরপর ব্যান্ডটির প্যারানয়েড, আইরন ম্যান, ওয়ার পিগসহ অসংখ্য মেটাল ধাচের গান গেয়ে 'প্রিন্স অব ডার্কনেস' নামে পরিচিত হন ওজি।

তার মৃত্যুতে বিশ্ব সংগীতজগতে শোকের ছায়া নেমেছে।