দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহুর সাক্ষ্য গ্রহণ বাতিল

By স্টার অনলাইন ডেস্ক
29 June 2025, 16:08 PM

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তার নিজ দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে চলমান বিচারিক কার্যক্রমের মাঝে দেশটির আদালত এ সপ্তাহে নির্ধারিত সাক্ষ্য গ্রহণ বাতিল করেছে।

বার্তা সংস্থা এএফপি ও টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বিচারকদের সামনে এক রুদ্ধদ্বার শুনানিতে উপস্থিত হয়ে নেতানিয়াহু, ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান ও মোসাদ প্রধান যুক্তি দেন। তারা জানান, কী কারণে নেতানিয়াহুর সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখা উচিত।

Sami Aslam
মোসাদ প্রধান ডেইভিড বারনিয়া। ফাইল ছবি: এএফপি

পরবর্তীতে জেরুজালেম জেলা আদালত জানায়, 'গ্রহণঅযোগ্য ব্যাখ্যা পেয়ে আমরা আংশিকভাবে আবেদন গ্রহণ করছি এবং এ সপ্তাহের সাক্ষ্য গ্রহণ বাতিল করছি।'

নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির ওয়েবসাইটে আদালতের সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ করা হয়েছে। 

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি, গাজায় চলমান সংঘাত ও সেখানে ইসরায়েলি নাগরিকরা জিম্মি থাকায় নিরাপত্তা বিষয়ক ঝুঁকি রয়েছে।

নেতানিয়াহু যাতে এ সব 'নিরাপত্তা ঝুঁকির' বিষয়গুলোতে মনোযোগ দিতে পারেন, সেই যুক্তি দেখিয়ে তার আইনজীবীরা অন্তত দুই সপ্তাহের জন্য শুনানি পেছানোর আবেদন জানান। 

আইনজীবীরা আদালতের কাছে নেতানিয়াহুর কার্যতালিকা জমা দিয়ে যুক্তি দেন, 'জাতীয় প্রয়োজনে প্রধানমন্ত্রীকে তার পুরো সময় ও সক্ষমতা রাজনৈতিক, জাতীয় ও নিরাপত্তা বিষয়ক বিষয়গুলোতে দিতে হচ্ছে।'

অপরদিকে, নেতানিয়াহুকে এই আইনি ঝামেলা থেকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Netanyahu and Trump
ওয়াশিংটনে নেতানিয়াহু-ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

গতকাল শনিবার তিনি বলেছেন, 'বিবি'র (নেতানিয়াহুর ডাক নাম) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান বিচারিক কার্যক্রম যুক্তরাষ্ট্র 'সহ্য করবে না'।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেন, 'ইসরায়েলকে রক্ষা ও সহায়তায় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। আমরা এটা সহ্য করব না।'

এতে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি নেতানিয়াহু। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, 'আবারও ধন্যবাদ, একসঙ্গে আমরা...মধ্যপ্রাচ্যকে আবার মহান করব!'

গতকাল শুক্রবার আদালত দুর্নীতির মামলায় নেতানিয়াহুর সাক্ষ্য গ্রহণের সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করে। রায়ে বলা হয়, এই অনুরোধের জন্য যথেষ্ট কারণ দেখাতে পারেননি তিনি।

তবে দুই দিনের মাথায় বদলে গেল সে সিদ্ধান্ত।

শুরুতে আদালত আইনজীবীদের আবেদন নাকচ করলেও রোববারের রায়ে জানায়, তারা প্রধানমন্ত্রী, সামরিক গোয়েন্দাবাহিনী প্রধান ও গুপ্তচর সংস্থা মোসাদ প্রধানের কাছ থেকে গ্রহণযোগ্য যুক্তি পেয়ে সিদ্ধান্ত বদলিয়েছে।

বিচারকরা উল্লেখ করেন, আইডিএফের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার ও মোসাদের পরিচালক ডেভিড বারনিয়া উভয়ই নেতানিয়াহুর সঙ্গে ছিলেন এবং তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানান, কি কারণে নেতানিয়াহু সোমবার ও বুধবার আদালতে হাজির হতে পারবেন না।

Shlomi Binder
ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার। ফাইল ছবি: সংগৃহীত

আদালত জানায়, তারা এ সপ্তাহের জন্য নির্ধারিত দুইটি শুনানি বাতিল করেছে। আগামী সপ্তাহে আরেকটি শুনানি রয়েছে। সেটা বাতিলের জন্য আবেদন পেলে 'বিবেচনা করা হবে' বলেও জানান বিচারকরা।