ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনের ‘মূল্য’ দিচ্ছে ইরান: হামাস

By স্টার অনলাইন ডেস্ক
14 June 2025, 09:30 AM
UPDATED 14 June 2025, 15:36 PM

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইরানকে তাদের কৌশলগত মিত্র হিসেবে দাবি করেছে। সংগঠনটির মতে, ইসরায়েলের বিরুদ্ধে কয়েক দশকের লড়াইয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থন দেওয়ায় ইরান এখন এর 'মূল্য' দিচ্ছে।

গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামাস নেতারা তাদেরকে সামরিক ও অর্থনৈতিক সমর্থন দেওয়ার জন্য ইরানকে সব সময় ধন্যবাদ জানিয়ে আসছে। বিশেষ করে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে ইরান ক্রমাগত হামাসকে সমর্থনের প্রেক্ষাপটে সংগঠনটি ইরানকে বিশেষভাবে ধন্যবাদ জানায়।

হামাস এক বার্তায় জানিয়েছে, 'ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধে অবিচল সমর্থন দেওয়ায় ইরানকে আজ এর মূল্য দিতে হচ্ছে।'

গতকাল হামাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবু উবাইদা এক টেলিগ্রাম পোস্টে জানান, ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে হামাস ইরানের পাশে থাকবে।

তার মতে, ইসরায়েল যদি মনে করে এসব হামলার মাধ্যমে প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করা যাবে তাহলে তারা 'ভুলের স্বর্গে' বাস করছে।