বুথফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে আবারও তৃণমূল

By স্টার অনলাইন ডেস্ক
4 June 2024, 08:06 AM
UPDATED 4 June 2024, 14:47 PM

ভারতে লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপের পূর্বাভাস ভোট গণনায় এসে পাল্টে যাচ্ছে। উত্তর প্রদেশের (৮০ আসন) পর সবচেয়ে বেশি আসনের রাজ্য পশ্চিমবঙ্গেও (৪২ আসন) পিছিয়ে পড়েছে বিজেপি।

এনডিটিভি জানায়, আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে ভোট গণনায় মততা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৩২ আসনে এগিয়ে রয়েছে। আর বিজেপি এগিয়ে মাত্র ১০টিতে।

গত নির্বাচনে বিজেপি ৪২ আসনের মধ্যে পেয়েছিল ১৮টি।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বহরমপুরে এগিয়ে আছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।