গাজায় সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করল উত্তর কোরিয়া

By স্টার অনলাইন ডেস্ক
10 October 2023, 06:44 AM
UPDATED 10 October 2023, 12:47 PM

গাজায় সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করে একটি আর্টিকেল প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা।

রয়টার্স জানায়, মঙ্গলবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডং সিনমুনের লেখা একটি আর্টিকেল প্রকাশ করেছে।

আর্টিকেলটিতে বিদেশি গণমাধ্যমের বরাতে গাজা অঞ্চলে সংঘাত ও হতাহতের তথ্য উল্লেখ করা হয়। এতে রোডং সিনমুন লেখেন, 'আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি, এই সংঘর্ষ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল। এ থেকে বের হওয়ার মূল উপায় হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা।'

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা প্রায়ই আন্তর্জাতিক ইস্যুতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তি দেখিয়ে আর্টিকেল ছেপেছে।

এর আগে সোমবার কেসিএনএ সিরিয়ায় ড্রোন হামলার জন্য 'সিরিয়ার ভেতরে এবং বাইরের শত্রু শক্তির' নিন্দা জানিয়ে আর্টিকেল ছাপে। এ হামলাকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার উৎখাতের একটি সন্ত্রাসী প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে।

গাজায় হামাস ও ইসরায়েলের চলমান সহিংসতায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমে যুদ্ধ বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।