জর্জিয়ায় নির্বাচনী ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

By স্টার অনলাইন ডেস্ক
15 August 2023, 03:53 AM
UPDATED 22 August 2023, 10:42 AM

২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার স্থানীয় সময় রাতে অঙ্গরাজ্যটির ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন।

এতে আরও বলা হয়, এই অভিযোগের মাধ্যমে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন।

তবে, তিনি প্রতিটি অভিযোগই অস্বীকার করেছেন।

ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেন।

রিপাবলিকান পার্টির হয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আগ্রহী ট্রাম্প বলেছেন যে ডেমোক্রেট ফ্যানি উইলস তার বিরুদ্ধে যে তদন্ত চালিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।