৫ কিলোমিটার ধাওয়া করে ধরা হলো নীলগাইটিকে

By নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ
26 October 2022, 12:21 PM
UPDATED 26 October 2022, 18:28 PM

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে বারিকবাজার এলাকায় নীলগাইটি ধাওয়া করে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন বন্য প্রাণীটিকে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে।

নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, ভারতের সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখতে পায় এলাকাবাসী। পরে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে নীলগাইটিকে আটক করা হয়।

শিবগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রণজিত চন্দ্র সিংহ বলেন, নীলগাইটি অসুস্থ ছিল। প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন ভালো আছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, আমরা খবর পেয়ে রাজশাহী থেকে রওয়ানা হয়েছি। প্রাণীটি উদ্ধার করে রাজশাহী নিয়ে আসব।