গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
12 January 2023, 09:55 AM
UPDATED 12 January 2023, 16:17 PM

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানিকে পাশ কাটিয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মো. আসলাম উদ্দিন।

এর আগে, গত ৮ জানুয়ারি বিইআরসির গণশুনানিতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ভোক্তা পর্যায়ের খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। সুপারিশে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রতি কিলোওয়াট ঘণ্টার গড় মূল্য ৭ টাকা ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

শুনানিতে বিইআরসি অংশীজনদের তাদের যুক্তির স্বপক্ষে নথিপত্র জমা দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেয়। সেই কারণে ১৫ জানুয়ারির আগে বিইআরসির বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ নেই। সম্প্রতি বিইআরসি অধ্যাদেশ সংশোধন করে সরকার দাম নির্ধারণের ক্ষমতা নিজের হাতে নেয়। ওই সময় বলা হয়েছিল, জরুরি প্রয়োজন ছাড়া এ ক্ষমতার প্রয়োগ করা হবে না। কিন্তু বিইআরসির শুনানির ৪ দিনের মাথায় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলো সরকার।

উল্লেখ্য, নতুন অধ্যাদেশ অনুযায়ী, গণশুনানির ৬০ দিনের মধ্যে বিইআরসির বিদ্যুতের দাম সমন্বয় করার কথা।