টেকনাফ থেকে...

প্রবীর দাশ
প্রবীর দাশ
14 May 2023, 05:11 AM
UPDATED 14 May 2023, 12:19 PM

টেকনাফে সাগর বিক্ষুব্ধ। সকাল থেকে সাগর স্বাভাবিকের চেয়ে উত্তাল থাকলেও সকাল সাড়ে ১০টার পর বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা।

teknaf2.jpg
ছবিটি টেকনাফ সমুদ্র সৈকত থেকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তোলা। ছবি: প্রবীর দাশ/ স্টার

টেকনাফের স্থানীয় কামরুল বলেন, সাগরের এই উত্তাল অবস্থা গত কয়েক বছরে দেখা যায়নি। এখন তারা ভয় পাচ্ছেন। যারাই সৈকতের আশেপাশে ছিলেন নিজেদের ঘরে ফিরে গেছেন।

teknaf_4.jpg
টেকনাফ থেকে আজ রোববার সকাল সোয়া ১১টার দিকে তোলা ছবি। ছবি: প্রবীর দাশ/স্টার

সৈকতের পাশে যাদের দোকান ছিল তারাও দোকানপাট বন্ধ করে দিয়েছেন। দোকানদার মোশাররফ বলেন, 'ঝড়ো হাওয়া আর উত্তাল সাগরে আমরা দোকান বন্ধ করে দিয়েছি। বাতাসে দোকান টিকবে কি না জানি না।'

taknaf5.jpg
শাহপরীর দ্বীপ জেটিঘাট। ছবিটি রোববার দুপুর ১২টার দিকে তোলা। ছবি/ প্রবীর দাশ/স্টার