ভূমিকম্পের পর অনলাইনে ছড়িয়ে পড়ে যেসব ভুয়া ছবি-ভিডিও

By স্টার অনলাইন রিপোর্ট
22 November 2025, 15:07 PM
UPDATED 22 November 2025, 23:01 PM

শুক্রবার রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ভুয়া ছবি ও ভিডিও। এর বেশিরভাগই এআই দিয়ে নির্মিত বা অন্য দেশের পুরোনো ফুটেজ।

বিভ্রান্তি সৃষ্টিকারী এমন বেশ কয়েকটি ছবি ও ভিডিও শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ ও রিউমর স্ক্যানার।

সংস্থা দুটির মতে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের ভুয়া ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন নামসর্বস্ব গ্রুপ, পেজ ও ব্যক্তি।

dhse_prraa_bhbn_cek_2.jpg
ভবন ধসের ভুয়া ছবি।

ফ্যাক্টওয়াচ ও রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে 'ঢাকায় একটি ৮ তলা ভবন ধসে পড়েছে' এবং 'ঢাকায় উড়াল সড়ক ভেঙে পড়েছে'—এমন দুটি ছবি ও ভিডিওর তথ্য।

সংস্থা দুটি জানায়, শুক্রবার ভূমিকম্পের পর ফেসবুকে উড়াল সড়ক ভেঙে পড়ার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়, 'দিয়াবাড়ীতে উড়াল সড়ক ভেঙে পড়ার দৃশ্য'। আবার কোথাও কোথাও একই ভিডিও পোস্ট করে 'এটি আশুলিয়ার ঘটনা' দাবি করে।

flyover.jpg
ফ্লাইওভার ধস হয়েছে উল্লেখ করে ভুয়া পোস্ট। ছবি: সংগৃহীত

হাইভ মডারেশন, ওয়াজ ইট এআইসহ বিভিন্ন ওয়েবসাইটে বিশ্লেষণ চালিয়ে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

শুক্রবারের ভূমিকম্পে ঢাকায় উড়াল সড়ক ভেঙে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

'ঢাকায় ৮ তলা ভবন ধসে পড়েছে'- এমন ছবিসহ পোস্টগুলোও ভুয়া। ছবিটি এআই দিয়ে তৈরি।

republic_tv.jpg
ভারতের রিপাবলিক টিভির ফেসবুক পেজে বাংলাদেশের ভুমিকম্পের ভুয়া খবর। ছবি: স্ক্রিনশট থেকে নেওয়া

ভূমিকম্পের প্রভাবে ঢাকায় কয়েকটি ভবন হেলে পড়ার তথ্য পাওয়া গেলেও ৮তলা ভবন পুরো ধসে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

একইদিন ২তলা একটি ভবনের মাঝামাঝি বড় ফাটল ধরেছে এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পোস্টের ক্যাপশনে বলা হয়, 'ভূমিকম্পের নির্মম শক্তি আজ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষ কত অসহায়! ছবির এই ভবনটি আড়াআড়ি ফেটে দুই ভাগ হয়ে গেছে। ভাগ্য ভালো, প্রাণহানির খবর নেই, কিন্তু এ দৃশ্য সত্যিই শিউরে ওঠার মতো।'

phaattl_dhraa_bhbn_postt.jpg
ভবনে ভাটলের ভুয়া ছবি: সংগৃহীত

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিতে বাড়ির নামফলক কিংবা তার অবস্থান জানা যায়—এমন কোনো তথ্য নেই। মূলধারার গণমাধ্যমেও শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর যেসব ছবি প্রকাশিত হয়েছে, তার মধ্যে এমন কোনো ছবি নেই।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমেও এমন ছবি খুঁজে পায়নি ফ্যাক্টওয়াচ।

আনডিটেক্টেবল এআই, ডিকপি এআই, ইসজেন এআইসহ বিভিন্ন ওয়েবসাইটের বিশ্লেষণ থেকে ফ্যাক্টওয়াচ জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি।

ভূমিকম্পে ঢাকার পরিস্থিতি দাবি করে একটি ভিডিও পোস্ট হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

অনুসন্ধান করে রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি বাংলাদেশের বলে প্রচার করা হলেও এটি প্রকৃতপক্ষে নেপালের।

ddhaakaar_absthaa.jpg
রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক। ছবি: সংগৃহীত

নিউমার্কেট–নীলক্ষেত এলাকার একটি ভবন হেলে পড়েছে—এমন ছবিসহ পোস্টও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রিউমর স্ক্যানার টিম স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাতে পারে, ভবনটির ডিজাইনই এমন। সেখানে কোনো ধস বা কাঠামোগত ক্ষতি হয়নি।

niumaarkette_hele_prraa_bhbn.jpg
রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক। ছবি: সংগৃহীত

এছাড়া, ভূমিকম্পের পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন হেলে পড়েছে—এমন ছবি দু-একটি গণমাধ্যমে প্রকাশ হয়। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

prdhaan_updessttaar_kaaryaalyy_hele_prreche.jpg
প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার ভুয়া খবর। ছবি: সংগৃহীত

তবে খোদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া ফেসবুক পোস্টেই ছবিটি ভুয়া বলে জানানো হয়।

পোস্টে বলা হয়, 'স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন ক্ষয়ক্ষতি নাই।'

এক বার্তায় এসব গুজবে কান না দেওয়ারও আহ্বান জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

এরপর আজ সকাল আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।