সিনেপ্লেক্সে ২ ভূতের সিনেমার মুক্তি আগামীকাল

By স্টার অনলাইন রিপোর্ট
7 August 2025, 15:58 PM
UPDATED 8 October 2025, 15:35 PM

যারা সুপারহিরো, সিক্যুয়েল মুভি দেখে দেখে হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য আগামীকাল শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার দুটি ছবি। 

আগামীকাল ৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে মার্কিন হরর থ্রিলার 'ওয়েপনস'। একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। সেইসঙ্গে থাকছে জনপ্রিয় তুর্কি হরর সিনেমা 'সিকিন' সিরিজের নতুন ছবি 'সিকিন ৮'। 

'ওয়েপনস'

জ্যাক ক্রেগার পরিচালিত আমেরিকান রহস্যময় হরর থ্রিলার সিনেমা 'ওয়েপনস'। 

এতে অভিনয় করেছেন যশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে। 'ওয়েপনস' সবার কাছে ২০২৫ সালের অন্যতম সেরা হরর-থ্রিলার হিসেবে বিবেচিত হচ্ছে। 

'সিকিন ৮'

তুর্কি ভাষার হরর সিনেমা 'সিকিন ৮' এই সিরিজের অষ্টম কিস্তি। আগের কিস্তি 'সিকিন ৭' গত বছরের ১৪ জুন মুক্তি পায়। 

এক বছর পর পর্দায় এসেছে নতুন কিস্তি। অ্যালপার মেস্তকি পরিচালিত ছবিটির প্রধান চরিত্র ফাতিহ, যিনি তার স্ত্রী বরনার অনুরোধে বৃদ্ধ মা গুনহুলকে পরিবারের বাইরে বৃদ্ধাশ্রমে স্থানান্তর করেন। মা বাড়ি থেকে চলে যাওয়ার পর, ঘরের ভারসাম্য নষ্ট হয় এবং ধীরে ধীরে অচেনা ও রহস্যময় ঘটনা বাড়তে থাকে, ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা।