সংরক্ষিত নারী আসন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সোহানা সাবা

By স্টার অনলাইন রিপোর্ট
6 February 2024, 06:16 AM

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কাযর্যালয়ে গিয়ে ফরম কেনেন তিনি।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে সাবা বলেন, 'আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার সন্তান। বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি। সেই হিসেবে দলের জন্য ও দেশের জন্য কাজ করার চিন্তা থেকে ফরম সংগ্রহ করেছি।'

'আমার বাবা আওয়ামী লীগপন্থী ছিলেন। আমিও তার বাইরে নই। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছি', বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।