ভৌতিক গল্পে যে কারণে পূজা চেরি

By স্টার অনলাইন রিপোর্ট
25 March 2023, 08:48 AM
UPDATED 25 March 2023, 15:05 PM

আসছে ঈদে মুক্তির তালিকায় রয়েছে নাদের চৌধুরী পরিচালিত পূজা চেরি অভিনীত সিনেমা 'জ্বিন'। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সজল, জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ অনেকেই।

পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালোলাগা আছে। সেই কারণে জ্বিন সিনেমার গল্পে কাজ করেছি। এই সিনেমাটার প্রতি মানুষের অনেক আগ্রহ রয়েছে। প্রতিটি অভিনয়শিল্পীর একটি স্বপ্ন থাকে সব ধরনের চরিত্রে অভিনয় করবে। আমি রোমান্টিক, অ্যাকশন সব ধরনের চরিত্রে মোটামুটি কাজ করেছি।'

পূজা চেরি
পূজা চেরি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'আমারও ইচ্ছে ছিল ভৌতিক কোনো গল্পে কাজ করবো। সেই কারণে এই সিনেমায় কাজ করেছি। সবার অপেক্ষা অবসান ঘটিয়ে "জ্বিন" ঈদে আসছে। আশা রাখছি প্রিয় দর্শকরা আমার চেষ্টার মূল্যায়ন অবশ্যই করবে।'