জন্মদিনে গান উপহার পাচ্ছেন পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট
20 October 2022, 10:19 AM

আগামী ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির জন্মদিন। প্রথমবারের মতো স্বামী-সন্তান নিয়ে জন্মদিন উদযাপন করবেন এই অভিনেত্রী। স্বাভাবিক কারণে এবারের জন্মদিন তার কাছে স্পেশাল। এবারের জন্মদিনেও থাকছে নতুন ড্রেস কোড। এবার জন্মদিনে উপহার হিসেবে পাচ্ছেন একটি গান।

_mg_0728.jpg
পরীমনি। ছবি: স্টার

আবু রায়হান জুয়েল পরিচালিত 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' সিনেমার একটি গান প্রকাশিত হবে পরীমনির জন্মদিনে। ইমরানের কণ্ঠে 'তুই কি আমায় ভালোবাসিস' শিরোনামের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। সুর করেছেন নাজির মাহামুদ।

আবু রায়হান জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। তার আগে সিনেমার প্রথম গান পরীমনির জন্মদিনে উপহার হিসেবে প্রকাশিত হচ্ছে।'