মঞ্চনাটক ‘পুলসিরাত’ দেখবেন জয়া-ফেরদৌস

By স্টার অনলাইন রিপোর্ট
25 September 2022, 12:16 PM

আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট প্রযোজিত মঞ্চ নাটক 'পুলসিরাত' দেখতে যাবেন 'বিউটি সার্কাস' টিম।  এই দলে থাকবেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, সিনেমাটির পরিচালক মাহমুদ দিদারসহ অনেকেই।

নাটক দেখা শেষে 'বিউটি সার্কাস' টিম নাটক ও চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডায় অংশ নেবেন।

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস 'মেন ইন দ্য সান' অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল এবং নির্দেশনা দিয়েছেন কাজি তৌফিকুল ইসলাম ইমন।

'পুলসিরাত' নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ।

সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।