আবুল হায়াতের পরিচালনায় নতুন নাটক

By স্টার অনলাইন রিপোর্ট
16 March 2023, 15:18 PM
UPDATED 16 March 2023, 22:28 PM

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার ও নাট্যপরিচালক আবুল হায়াত একটি ১ ঘণ্টার নাটক পরিচালনা করেছেন। রাবেয়া খাতুনের গল্প থেকে এই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত।

নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, রওনক হাসান, শিরীন আলম, মাহমুদ, তূর্য।

একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। সম্প্রতি মানিকগঞ্জ জেলার বেতিলা জমিদর বাড়িতে নাটকটির শুটিং হয়েছে।

'ওলট-পালট' নাটকটি নিয়ে রওনক হাসান বলেন, 'এই নাটকের অসম্ভব ভালো ২টি দিক আছে। একটি হচ্ছে গল্পটা অসাধারণ। দ্বিতীয়টি হচ্ছে আবুল হায়াতের পরিচালনাও অসাধারণ। সব মিলিয়ে আমি বলব দারুণ গল্পের একটি নাটক।'

আবুল হায়াত বলেন, 'নাটকটির গল্পটি চমৎকার। ঈদের জন্য নাটকটি বানিয়েছি। আমি সবসময় চেষ্টা করি ভালো গল্প ও যত্ন নিয়ে নাটক বানাতে। এবারও তাই করেছি।'

'ওলট-পালট' নাটকটি আসছে ঈদে চ্যানেল আইতে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে।