মামুনুর রশীদের ‘কাক জোছনা’

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
15 March 2023, 11:31 AM
UPDATED 15 March 2023, 18:04 PM

দীর্ঘ দিন পর নাটক লিখেছেন গুণী অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ। সম্প্রতি কাক জোছনা নামের নাটকটির শুটিংও হয়েছে।

জনপ্রিয় নাট্যপরিচালক সালাউদ্দিন লাভলু নাটকটি পরিচালনা করেছেন। আসছে ঈদে কাক জোছনা নাটকটি প্রচারের সম্ভাবনা আছে।

কাক জোছনা নাটক নিয়ে মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের মূল্যবোধ ও অবক্ষয়ের গল্প নিয়ে কাক জোছনা নাটকটি লিখেছি। অনেকদিন পর এক ঘণ্টার নাটক লিখলাম। নিজের কাছে গল্পটি ভীষণ ভালো লেগেছে।'

তিনি আরও বলেন, 'মূল্যবোধ ও অবক্ষয়ের কথাও নাটকে উঠে আসা প্রয়োজন। না হলে মানুষ সচেতন হবে কীভাবে? দর্শকদের এই নাটকটি একটু হলেও ভাবাবে।'

'নাটকটিতে একটি চরিত্র আছে, যেখানে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বাবুর চরিত্রটি আমাকে ছুঁয়ে গেছে। লেখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম,' বলেন তিনি।

গত সপ্তাহে গাজীপুর জেলার পূবাইলে কাক জোছনার শুটিং শেষ হয়। রচনা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ।

তিনি বলেন, 'জমিদারের চরিত্রে অভিনয় করেছি। অভিনয় আমার ধ্যান, জ্ঞান, সাধনা, সবকিছু। অভিনয় আমার খুদা মেটায়। এই খুদা শিল্পের।'

এছাড়া, মামুনুর রশীদ অন্য নাটকে অভিনয় ও মঞ্চ নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, 'আরণ্যক নাট্যদলের জন্য আমাকে প্রচুর সময় দিতে হচ্ছে। সত্যি কথা বলতে স্বাধীনতার পর পর মঞ্চ নাটক দিয়েই যাত্রা শুরু করেছিলাম। সেই পথেই আছি।'

'মঞ্চ নাটক কখনো ছাড়তে পারব না। মঞ্চই সত্যিকারের ভালোবাসা। মঞ্চ আমাকে সমৃদ্ধ করেছে।'