নতুন সিনেমার খবর দিলেন সালমান, আসবে আগামী বছর ঈদে

By স্টার অনলাইন রিপোর্ট
12 March 2024, 11:10 AM

ঈদ মানেই বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা। গত এক দশক ধরে এমনই চলে আসছে। 

আজ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামের একটি পোস্টে ২০২৫ সালের ঈদের সিনেমার ঘোষণা দিয়েছেন সালমান খান। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

পোস্টে সালমান তার নিজের ছবির সঙ্গে দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে দিয়ে পরবর্তী সিনেমার ধারণা দিয়েছেন।

তিনি লিখেছেন, 'অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে একটি খুব রোমাঞ্চকর সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা ও আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ২০২৫ এর ঈদে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।'

জানা গেছে, অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং হবে ভারত, পর্তুগাল ও ইউরোপীয় দেশগুলোতে। সিনেমাটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে।