একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2023, 14:00 PM
UPDATED 29 November 2023, 00:15 AM

ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বলিউডের সিনেমা 'অ্যানিমেল'। 

আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীর কাপুরের  আলোচিত এই সিনেমা। 

একইদিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সব প্রক্রিয়া। 

আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'সিনেমাটি একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে। তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। আশা করছি সারাবিশ্বের সাথে একইদিনে মুক্তি দিতে পারবো সিনেমাটি।'

হিংস্র অ্যাকশন, বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো 'অ্যানিমেল' সিনেমা বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।

'অ্যানিমেল' নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।