মঞ্চে ফিরছেন আসাদুজ্জামান নূর

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
3 June 2023, 11:53 AM
UPDATED 6 June 2023, 16:56 PM

নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর অভিনয় জীবন শুরু করেছিলেন মঞ্চনাটকের মধ্য দিয়ে। নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে সুদীর্ঘকাল ঢাকার মঞ্চে অভিনয় করেছেন তিনি। মঞ্চপ্রেমীদের কাছে পেয়েছেন ভালোবাসা, প্রশংসা।

এখনো বিরতি দিয়ে মঞ্চে অভিনয় করছেন বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর। আজ শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে তার অভিনীত 'রিমান্ড' নাটকটি।

'রিমান্ড' নাটকটির নির্দেশক শুভাশিস সিনহা। নাটকটির নাট্যকারও তিনি। এই নাটকে আসাদুজ্জামান নূর অভিনয় করবেন একজন লেখকের চরিত্রে। নাটকটি প্রযোজনা করছে হৃদমঞ্চ।

এই নাটকে আসাদূজ্জামান নূরের সঙ্গে গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন জ্যোতি সিনহা। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির।

আজ দুপুরে আসাদুজ্জামান নূর দ্য ডেইলি স্টারকে বলেন, 'রিমান্ড একটি ভিন্নধারার নাটক। ভিন্নরকম গল্প নিয়ে নাটকটি। এই বয়সে মঞ্চে অভিনয় করা সত্যি কঠিন। তারপরও মঞ্চায়ন শেষ হবার পর যখন সবাই প্রশংসা করেন, যখন অভিনয় শেষ করি তখন এক ধরনের তৃপ্তি পাই। ভালো লাগা পাই।'

তিনি আরও বলেন, 'এই নাটকে জীবনের কিছু গভীর তত্ত্ব উঠে এসেছে। গভীর কিছু উপলব্ধির কথা উঠে এসেছে, যা মানুষকে ভাবাবে। এই নাটকটি দিয়ে এই সময়টাকে দর্শকরা খুঁজে পাবেন। মানুষ ও মানুষের জীবন, গুরুত্ব এবং বেঁচে থাকা রিমান্ড নাটকে দেখা যাবে।'

'অভিনয়টা সারাজীবন উপভোগ করেছি। এখনো তাই করি। উপভোগ করি বলেই তো অভিনয় করতে পারছি,' বলেন তিনি।