ইমরান-পূজার গানে প্রথমবার দীঘি 

By স্টার অনলাইন রিপোর্ট
15 April 2023, 06:36 AM
UPDATED 15 April 2023, 13:07 PM

কণ্ঠশিল্পী ইমরান ও পূজা জুটি হয়ে একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। এবার প্রথমবারের মতো তাদের গানে মডেল হলেন দিঘী, সঙ্গে আছেন আরেফিন জিলানী।  

'চোখে চোখে' শিরোনামের এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। গানটির কথা লিখেছেন পিযুষ। গানের মিউজিক ভিডিও পরিচালনায় আছেন শাহরিয়ার পলক। 

গান নিয়ে পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, ''চোখে চোখে' গানটি জন্য বেশ কিছুদিন থেকে পরিকল্পনা করছিলাম। ইমরানের সঙ্গে আমার বেশ অনেকগুলো গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। নতুন এই গানটিও শ্রোতারা পছন্দ করবে আশাকরি। গানটি আসছে ঈদের জন্য নয়। ঈদের পর ভালো কোনো সময়ে প্রকাশ করব। আমার বিশ্বাস শ্রোতাদের গানটি ভালো লাগবে। দিঘীর মডেলিং ক্যারিয়ারে ভালো একটা গান যোগ হবে আশা করছি।'

এর আগে ইমরান-পূজা জুটির গাওয়া 'দূরে দূরে', 'মানে না মন', 'কেন বারেবারে' গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।