জাতীয় জাদুঘরে হচ্ছে না কবীর সুমনের গানের অনুষ্ঠান

কেপিআই স্থাপনা হওয়ায় এখানে গানের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
By স্টার অনলাইন রিপোর্ট
13 October 2022, 14:08 PM
UPDATED 13 October 2022, 20:19 PM

অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় শাহবাগে জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান হচ্ছে না।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জাদুঘরের মতো "কি পয়েন্ট ইনস্টলেশনে" (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না।'

অন্য কোথাও অনুষ্ঠানটি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের কাছে এখনো কোনো অনুমতি চাওয়া হয়নি।'

জানতে চাইলে আয়োজক প্রতিষ্ঠান 'পিপহোল'-এর কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখনো অনুমতি পাইনি। অনুমতি নেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি অনুমতি পাব।'

জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১৫-১৮ অক্টোবর গান পরিবেশন করার কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনের।