মৃত্যুর ২ দিন আগে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান

By স্টার অনলাইন রিপোর্ট
7 September 2022, 06:48 AM
UPDATED 7 September 2022, 12:58 PM

কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার গত ৪ সেপ্টেম্বর চলে যান না ফেরার দেশে। মৃত্যুর ২ দিন আগে তিনি গান লিখেছিলেন।

তার গানের কথা হলো: 'সব নদীর ঢেউ বন্ধু, সমানতালে চলে না, হাজার মাথা ঠুকলে, পাহাড়ের বরফ গলে না'।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ক্লোজআপ ওয়ান শিল্পী অপু আমান।

এ প্রসঙ্গে অপু আমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২ সেপ্টেম্বর দুপুরে গাজী চাচার বাসায় যাই। সেদিন তার শরীরটা বেশি ভালো ছিল না। কথায় কথায় একটা লাইন বলছিলেন আর আমি খাতায় লিখছিলাম।'

'তার সামনেই হারমোনিয়াম বাজিয়ে গানটি সুর করেছি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'গানটি আসলে কে গাইবে তা এখনো বলতে পারছি না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঠিক করবো।'

'গাজী মাজহারুল আনোয়ারের লেখা শেষ গান করছি—এটা আমার জন্য অনেক কষ্টের,' যোগ করেন অপু আমান।