ধর্মেন্দ্র অভিনীত সাড়া জাগানো ১০ সিনেমা

জাহিদ আকবর
জাহিদ আকবর
24 November 2025, 12:36 PM

বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র শুধু সুদর্শন নায়কই নন, বহুমুখী প্রতিভার জন্যও দর্শকের কাছে সমানভাবে সমাদৃত ছিলেন। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তি দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক সিনেমায় কাজ করেন। ১৯৬০-এর দশকে তার চলচ্চিত্রযাত্রা শুরু হয়, যা ছড়িয়ে যায় ছয় দশকেরও বেশি সময় ধরে।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ২০২৫ সালের ২৪ নভেম্বর পরলোকগমন করেন। ছয় দশকের বেশি সময়জুড়ে অভিনয় করা এই তারকার সমৃদ্ধ ক্যারিয়ার থেকে আলোচিত ও সাড়া জাগানো ১০টি সিনেমার তালিকা তুলে ধরা হলো।

সাড়া জাগানো ১০টি সিনেমার এই তালিকায় প্রথম পাঁচটি মুক্তির পর হিট ও ব্লকবাস্টার হয়। পরের পাঁচটি চলচ্চিত্র তার ক্যারিয়ারের আলোচিত ও উল্লেখযোগ্য কাজের মধ্যে গণ্য করা হয়।

১. ফুল অউর পাথর
১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত 'ফুল অউর পাথর 'ধর্মেন্দ্রর প্রথম হিট সিনেমা হিসেবে পরিচিত। দর্শক প্রথমবার এই ছবিতেই তার অ্যাকশন অবতার দেখেন। ছবিতে তার সহশিল্পী ছিলেন মীনা কুমারী।

২. সীতা অউর গীতা
১৯৭২ সালে মুক্তি পাওয়া 'সীতা অউর গীতা' ছবিতে ধর্মেন্দ্র অসাধারণ অভিনয় করেন। রমেশ সিপ্পি পরিচালিত এই ছবিতে হেমা মালিনী দ্বৈত চরিত্রে অভিনয় করেন। যমজ বোনের গল্পনির্ভর এই সিনেমাটি বলিউডের একটি মাস্টারপিস হিসেবে ধরা হয়।

৩. শোলে
ধর্মেন্দ্রর ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট বলা হয় ১৯৭৫ সালের 'শোলে'  ছবিকে। বীরুর চরিত্রে তার অভিনয় আজও স্মরণীয়। ছবিতে আরও ছিলেন সঞ্জীব কুমার ও অমিতাভ বচ্চন। সেলিম–জাভেদের লেখা এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী হয়ে আছে।

৪. চুপকে চুপকে
১৯৭৫ সালে মুক্তি পাওয়া কমেডি–ড্রামা 'চুপকে চুপকে 'ধর্মেন্দ্রর অন্যতম আলোচিত ছবি। এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন, শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন, আসরানি ও ওম প্রকাশ।

৫. ধরমবীর
মনমোহন দেশাই পরিচালিত 'ধরমবীর '১৯৭৭ সালে মুক্তি পায়। অ্যাকশন–ড্রামা ঘরানার এই ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় দর্শকদের মুগ্ধ করে। ছবিতে জিতেন্দ্রও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। এটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়।

৬. হাকিকত
ধর্মেন্দ্র অভিনীত প্রথম যুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য চলচ্চিত্র 'হাকিকত'। ১৯৬২ সালের ভারত–চীন যুদ্ধের সময় একজন ভারতীয় সেনার গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রথমবার তাঁকে সেনা চরিত্রে দেখা যায়।

৭. সত্যকাম
পারিবারিক ড্রামা ঘরানার 'সত্যকাম' ধর্মেন্দ্রর অভিনয়জীবনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ছবিতে তার সঙ্গে ছিলেন শর্মিলা ঠাকুর।

৮. মেরা গাঁও মেরা দেশ
গানের জন্য সুপারহিট হওয়া 'মেরা গাঁও মেরা দেশ' ছবিতে ধর্মেন্দ্র একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। বিনোদ খান্না এতে ডাকাত চরিত্রে অভিনয় করেন। শক্তিশালী অভিনয়ের কারণে ছবিটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

৯. বন্দিনী
বিমল রায় পরিচালিত ও প্রযোজিত 'বন্দিনী' মুক্তি পায় ১৯৬৩ সালে। এতে অভিনয় করেন নূতন ও অশোক কুমার। নারী কয়েদীর গল্পনির্ভর এই চলচ্চিত্র ভারতীয় সিনেমায় একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত।

১০. অনুপমা

ধর্মেন্দ্র অভিনীত 'অনুপমা' হৃষিকেশ মুখার্জি পরিচালিত এক সংবেদনশীল রোমান্টিক ড্রামা। ছবিতে অহঙ্কারী বাবার অবহেলায় নিজের খোলসে গুটিয়ে থাকা মেয়ে অনুপমার জীবনে ধীরে ধীরে আলো হয়ে ওঠে আশ্রয়দাতা কবি অশোক—যার চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র।