১১ তারকা নিয়ে ঈদের সিনেমা ‘উৎসব’

By স্টার অনলাইন রিপোর্ট
14 May 2025, 09:49 AM
UPDATED 14 May 2025, 18:04 PM

সংবিধিবদ্ধ সতর্কীকরণ– পরিবার ছাড়া দেখা নিষেধ; এমন স্লোগানে এল ঈদুল আজহার সিনেমা 'উৎসব'–এর ঘোষণা। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের নামকরা শিল্পীরা। গতকাল ১৩ মে সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা–স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে উৎসব।

অভিনয়শিল্পী জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পর 'উৎসব' সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করেছেন, সেটাই তার কাছে আনন্দের। সিনেমাটি দেখে দর্শকরাও অনেক আনন্দ পাবেন বলে মনে করেন অভিনেতা। আফসানা মিমি বলেন, 'পরিবার ছাড়া দেখা নিষেধ- এই কথাটা আমাকে আন্দোলিত করেছে। কারণ অনেক দিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম।'

অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী বলেন, 'এ সিনেমায় কাজ করেছি খুব আনন্দ নিয়ে। এই আনন্দ এবার আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।' অপি করিম বলেন, 'সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। তাই ভাবলাম, এই প্রজন্ম "উৎসব" সিনেমার মধ্য দিয়ে দেখুক, আমরা এখনও আছি।'

সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি।