ইনসাফের তৃতীয় পোস্টারে দেখা মিলল ফারিণের

By স্টার অনলাইন রিপোর্ট
11 May 2025, 16:23 PM
UPDATED 11 May 2025, 22:36 PM

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ঈদের 'ইনসাফ' সিনেমার তৃতীয় পোস্টারে দেখা দিলেন। তার এক হাতে ফুলের তোড়া, অন্যহাতে কুড়াল। পাশে পড়ে আছে একটি হাত।

একেবারে নতুনভাবে দেখা দিলেন এই অভিনেত্রী। পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, 'রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।'

সঞ্জয় সমদ্দার পরিচালিত 'ইনসাফ' সিনেমায় দ্বিতীয় পোস্টারে নতুন চেহারায় দেখা দিয়েছিলেন মোশাররফ করিম।

এর আগে প্রকাশিত হয়েছে 'ইনসাফ' সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সেখানে শরিফুল রাজ হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির হয়েছিলেন।

সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে।