বরবাদ সিনেমার আইটেম গানে শাকিব-নুসরাত-প্রীতম-দোলা 

By স্টার অনলাইন রিপোর্ট
26 March 2025, 15:51 PM
UPDATED 28 March 2025, 01:18 AM

আসছে ঈদুল ফিতরে 'বরবাদ' সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। বিভিন্ন কারণে আলোচনায় আছে সিনেমাটি। এই সিনেমাটির আইটেম 'চাঁদ মামা' গানে দেখা মিলল কলকাতার নুসরাত জাহানের। গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়েছে, সেখানে আছেন তারা।

আইটেম গানটির প্রোমো ছাড়ার ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৩ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে 'নাকা' সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত জাহান। এবার দেখা যাবে আইটেম গানে।

এক ভিডিওতে নুসরাত জাহান জানিয়েছেন, 'চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া হয়। কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব উপভোগ করবে।'

'চাঁদ মামা' গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গানটি ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু, ইন্তেখাব ডিনার, মামুনুর রশীদ।