সেন্সর পেল শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’

By স্টার অনলাইন রিপোর্ট
25 March 2025, 13:56 PM
UPDATED 26 March 2025, 23:31 PM

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমার মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, দুটি গান প্রকাশ পেয়েছে। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল গতকাল। আজ সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল এটি।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে আমরা বরবাদ সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তির অনুমতি দিয়েছি। প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে। আমরা সেটা তাদের বলেছিলাম। তারা সেটা সংশোধন করে জমা দিয়েছিল। আমরা এমন কোনো দৃশ্য বাদ দিইনি, যাতে সিনেমাটির ক্ষতি হয়। আমরা সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়েছি। বরবাদ দেখে মনে হয়েছে, এটা ভালো ও ব্যবসাসফল একটা সিনেমা হবে।'

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ভারতের ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত। সিনেমার একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।