বিদেশিরা বাংলাদেশি সিনেমার রিভিউ দিচ্ছেন: শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
16 March 2025, 13:06 PM
UPDATED 17 March 2025, 10:20 AM

'একটা সময় ছিল আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু দেশের মানুষই রিভিউ করতেন। এখন সেই জায়গা পরিবর্তন হয়েছে।'

আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই সনদপ্রাপ্তি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

তিনি আরও বলেন, 'বেশ কয়েক বছর হলো দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরা রিভিউ দিচ্ছেন এবং সেটা দিনকে দিন বেড়েই চলছে। বিশেষ করে আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষরা রিভিউ করছেন। এটার অর্থ হলো বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বিদেশিদের আগ্রহের জায়গা বেড়ে গেছে।'

'বরবাদ সিনেমার পোস্টার, টিজার ও গান সবার ভালো লেগেছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহের জায়গা তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটা আমার জন্য ভালো লাগার বিষয়', যোগ করেন শাকিব খান।

এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিব আহসান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, কেয়া পায়েল, মামনুন ইমন।