‘আমলনামা’র টিজারে দেখা মিলল জাহিদ হাসানের

By স্টার অনলাইন রিপোর্ট
1 March 2025, 14:07 PM
UPDATED 2 March 2025, 18:48 PM

বর্তমানে নতুন কোনো নাটক সিনেমায় দেখা মেলে না অভিনেতা জাহিদ হাসানের। তবে অবশেষে তিনি দেখা দিলেন একটি ওয়েব ফিল্মের টিজারে। এই ফিল্মের অন্যতম প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন বলে জানা গেছে।

নির্মাতা রায়হান রাফী, তমা মির্জাসহ আমলনামা ওয়েব ফিল্ম-সংশ্লিষ্ট অনেকেই ফিল্মটির টিজার শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে দেখা মিলল জাহিদ হাসানের। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। 

রায়হান রাফি বলেন, 'আমলনামার গল্প সত্য ঘটনার ছায়া অবলম্বনে। তবে এমন গল্প খুব একটা দেখেননি আগে দর্শক। এর মাধ্যমে জাহিদ ভাই আবার ফিরছেন। তাকে নতুনরূপে পর্দায় উপস্থাপন করাটা চ্যালেঞ্জের বটে। আমি সেই চ্যালেঞ্জটা নিতে চাই। আশা করছি, দর্শক একটি ভালো কাজ পেতে চলেছেন সামনে।'