বিয়ে করলেন ‘হাজার বছর ধরে’র শশী

By স্টার অনলাইন রিপোর্ট
16 December 2024, 17:16 PM

বিয়ে করেছেন 'হাজার বছর ধরে' সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শারমিন জোহা শশী।

আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বিয়ের বিষয়টি নিশ্চিত করে শশী বলেন,  'দীর্ঘদিন ধরেই আমাদের কথা হতো। কয়েকমাস আগে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। আজ আমরা বিয়ে করলাম।'

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে শশী জানান, তার স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত।

তিনি লিখেছেন, আমরা বিবাহিত! একটি সুন্দর বন্ধুত্ব হিসেবে যাত্রা শুরু হয়েছিল, যা এখন একটি আজীবন প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। ছোট্ট একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা একসাথে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনার ভালোবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আমাদের আপনার দুআতে রাখুন।