বিয়ে করলেন তানজিকা আমিন, পাত্র কে

By স্টার অনলাইন রিপোর্ট
6 December 2024, 15:28 PM
UPDATED 6 December 2024, 21:44 PM

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন। আজ শুক্রবার দুপুরে বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

তার বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার  সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে দুজনার পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

অভিনেত্রী তানজিকা বিয়ের খবর জানিয়ে বলেন,'আমার মনে হয়েছে সঠিক সময়ে সঠিক মানুষের দেখা পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।'

চলতি মাসেই বিয়ে পরবর্তী অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন তানজিকা আমিন।