‘ভালোবাসা সীমাহীন’ পরিচালক শাহ আলম মণ্ডল মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট
23 November 2024, 13:19 PM

চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা।

শাহ আলম মণ্ডল পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'ভালোবাসা সীমাহীন'। পরীমনি অভিনীত প্রথম সিনেমা এটি। তার পরিচালিত অন্য ছবিগুলো হচ্ছে 'আপন মানুষ', 'ডনগিরি' এবং 'লকডাউন লাভ স্টোরি'।

শাহ আলম ২০১১ সালে প্রথম কাজ করেছেন 'সত্যের জয়' সিনেমায়। সহকারী পরিচালক হিসেবে সোহানুর রহমান সোহান, বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গে কাজ করেছেন তিনি।