‘পদাতিক’ টিজারে মৃণাল সেনের রূপে চঞ্চল 

By স্টার অনলাইন রিপোর্ট
14 May 2024, 13:51 PM
UPDATED 15 May 2024, 16:37 PM

বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন 'পদাতিক' সিনেমায়। উপমহাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

মৃণাল সেনের ১০১তম জন্মদিনে সৃজিত মুখোপাধ্যায় নির্মিত 'পদাতিক' ছবির টিজারে মৃণাল সেনের ভূমিকায় বিভিন্ন রূপে দেখা গেল চঞ্চল চৌধুরীকে। 

untitled_design_-_2023-04-18t180340.953.png
‘পদাতিক’ টিজারে মৃণাল সেনের রূপে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষায় আছেন এই সিনেমার জন্য। এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের টিজারে চমকে দিলেন চঞ্চল।  

মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন কর্ম ও সময়ের গল্প নিয়েই 'পদাতিক' নির্মিত হয়েছে। 

'পদাতিক' বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ।