নুসরাত ফারিয়া ও জায়েদ খান একসঙ্গে অস্ট্রেলিয়ায় যে কারণে

By স্টার অনলাইন রিপোর্ট
5 May 2024, 14:35 PM
UPDATED 5 May 2024, 21:44 PM

জায়েদ খান বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখানে ব্যস্ততায় কাটছে তার দিন। 

গত মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন জায়েদ। তার সঙ্গে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

1222.jpg
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

প্রথমবার একসঙ্গে অস্ট্রেলিয়াতে গিয়ে এই দুই তারকা একমঞ্চে শো করেছেন। কাজের বাইরে দুজনেই মেলবোর্ন, সিডনি ঘুরে বেড়াচ্ছেন। 

সিডনি অপেরা হাউজের কাছে জায়েদ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন নুসরাত ফারিয়া। 

ছবিতে দুজনেই ম্যাচিং করে পোশাক পরেছেন। ছাতা হাতে দাঁড়িয়ে মাথা নিচু করে হাসছেন। 

ছবিটি পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, 'ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।'

জায়েদ-ফারিয়া সেখানে আরও কয়েকটি শো করে আগামী ১০ মে দেশে ফিরবেন বলে জানা গেছে।