সবসময় ভিন্ন ভিন্ন গল্পে নিজেকে দেখতে চাই: চঞ্চল চৌধুরী

By স্টার অনলাইন রিপোর্ট
3 May 2024, 15:34 PM
UPDATED 3 May 2024, 21:51 PM

চঞ্চল চৌধুরী অভিনীত নতুন ওয়েব ফিল্ম কালপুরুষ মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন সালজার রহমান।

নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, 'কালপুরুষ অসাধারণ গল্পের ওয়েব ফিল্ম। গল্পটা সত্যিই অন্যরকম। দর্শকদের ছুঁয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'সবসময় ভিন্ন ভিন্ন গল্পে নিজেকে দেখতে চাই। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে দেখতে চাই। যেরকম কাজ করতে চাই এই সময়ে এসে, কালপুরুষ তেমনই একটি সিনেমা।'

পরিচালক সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, 'পরিচালক তার যত্নের কমতি রাখেননি। শতভাগ ভালোবাসা, মেধা ও শ্রম ঢেলে দিয়েছেন।'

'কালপুরুষ আসলে কে?' এই প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, 'একটু চমক থাকুক। আশা করছি খুব শিগগির কালপুরুষ প্রচার হবে। তখনই জানা যাবে কালপুরুষ আসলে কে? একটু অপেক্ষা করুন সবাই।'

চঞ্চল চৌধুরী শাকিব খানের সঙ্গে তুফান সিনেমায় অভিনয় করছেন। সম্প্রতি প্রথম লটের শুটিং শেষ করেছেন তিনি।

তার অভিনীত নতুন সিনেমা পদাতিক ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এ সিনেমায় বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।