ঈদে আসছে ‘ডেডবডি’

By স্টার অনলাইন রিপোর্ট
20 March 2024, 13:40 PM

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির তালিকায় যোগ হচ্ছে ওমর সানির ভিম্ন লুকে অভিনয় করা চরিত্র 'ডেডবডি' সিনেমাটির। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

সব ঠিক থাকলে ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক মো. ইকবাল। 

গত বছর অক্টোবর মাসে ঢাকায় মহরত হয় সিনেমাটির। সেই মাসেই বান্দরবনে হয় এর শুটিং। সিনেমাটিতে রোশানের বিপরীতে আছেন ভারতীয় মডেল অন্বেষা রায়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি। তার অভিনীত চরিত্রটির লুক আলোচনায় এসেছিল।

পরিচালক জানান, ডেডবডি সিনেমাটি ঈদে মুক্তি পাবে। সে হিসেবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনকাট সেন্সরও পেয়েছে। হরর-অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে প্রেমের দিকও রয়েছে। গল্পের প্রয়োজনে শুটিংয়ের জন্য বান্দরবানের দুর্গম এলাকা বেছে নেওয়া হয়েছে।

'ডেডবডি' সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকেই।